ভালোবাসার গান গাইব - #অজিত মাহাত
একা ছিলাম , একা আছি ; একা হয়ে থাকব | একা হয়ে বেঁচে আমি , একাই মরব | ভূল ভেবোনা , ভূল বোঝোনা ; আত্মাহত্যা করব না | নীচমনা নই আমি , মন ভরে বাঁচব | চোখ তুলে দুনিয়াটা , দুচোখ ভরে দেখব | এই পৃথিবীতে আমিও ; আমার নাম লিখব | অনাহারে থাকব না , অনিদ্রাতেও নয় | বাবা মায়ের প্রিয় আছি , প্রিয় হয়ে থাকব | দুনিয়াটা যাই ভাবুক , সৎ পথে চলব | এই পৃথিবীর সৎকর্মে , আমার ভাগ রাখব | যদি কেও পাশে এসে , ভালোবেসে আমায় ডাকে ; পবিত্র হৃদয়ে তাকে , আমি ভালোবাসব | একলা আমি , নিয়তি যদি ; দুকলা আমায় করে দেয় | একলা হতে দেব না তাকে ; আপন আমি করব | একা ছিলাম , একা আছি ; সবই ভুলে যাব | দুজন মিলে আমরা তখন , ভালোবাসার গান গাইব ||