পোস্টগুলি

এপ্রিল, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভালোবাসার গান গাইব - #অজিত মাহাত

ছবি
একা ছিলাম , একা আছি ; একা হয়ে থাকব | একা হয়ে বেঁচে আমি , একাই মরব | ভূল ভেবোনা , ভূল বোঝোনা ; আত্মাহত্যা করব না | নীচমনা নই আমি , মন ভরে বাঁচব | চোখ তুলে দুনিয়াটা , দুচোখ ভরে দেখব | এই পৃথিবীতে আমিও ; আমার নাম লিখব | অনাহারে থাকব না , অনিদ্রাতেও নয় | বাবা মায়ের প্রিয় আছি , প্রিয় হয়ে থাকব | দুনিয়াটা যাই ভাবুক , সৎ পথে চলব | এই পৃথিবীর সৎকর্মে , আমার ভাগ রাখব | যদি কেও পাশে এসে , ভালোবেসে আমায় ডাকে ; পবিত্র হৃদয়ে তাকে , আমি ভালোবাসব | একলা আমি , নিয়তি যদি ; দুকলা আমায় করে দেয় | একলা হতে দেব না তাকে ; আপন আমি করব | একা ছিলাম , একা আছি ; সবই ভুলে যাব | দুজন মিলে আমরা তখন , ভালোবাসার গান গাইব ||

আমি কে ? ( Who am I ? ) - #অজিত মাহাত

ছবি
 যে কোন গুরুর কাছে দীক্ষা নেওয়ার জন্য গেলেই প্রথমে জিজ্ঞেস করবে ; তুমি কে ? তুমি তো বলবে আমি অভয় মাহাত , পন্ডাধর  মাহাত এর ছেলে  ; গ্রাম মিরগা | তখন গুরুজি  বলবেন ওটা তো তোমার নাম | নামটা তো তুমি নও | যেমন ধরো তোমার ঐ  হাতের মোবাইল কার প্রশ্ন করা হলে , তুমি তো বলবে এটা আমার মোবাইল | তাহলে কি ধরে নেওয়া যাবে , যে ওই মোবাইলটিই তুমি | আমার মোবাইল মানে এটাই বোঝায় যে , মোবাইলটা আমি নই ; মোবাইলের মালিক আমি | ঠিক সেইরকম তুমি অভয়  মানে , অভয় নামটির মালিক তুমি | তুমি অভয় নও | অনেক সময় ভুলবশত আমরা দড়িকে সাপ ভেবে ভয় পেয়ে যাই | সেটা আমাদের ভ্ৰম | তাই বলে ভ্ৰম বসত তুমি যদি দড়ি কে সাপ বলে দাও , তাহলে কিন্তু দড়িটা সাপে পরিণত হবে না | সেটা দড়ি আছে দড়িই   থাকবে | তোমাকে এখন যদি কেউ অজিত বলে ডাকে, তুমি অজিত এ পরিণত হবে না |তুমি কিন্তু অভয়ই থাকবে | তাহলে নিজেকে জানতে গেলে, তোমার আদি স্বত্তা কে বা মালিককে   জানতে হবে | তুমি যদি বল এই শরীরটাই আমি | তাহলে প্রশ্ন হবে তোমার ওই শরীরটা কার | তুমি তো বলবে আমার | আর যেটা তোমার সেটা তো তুমি নও | আমি আগেই বলেছি মোবাইলটা তোমার মানে , সেটার মালিক তুমি |তা

আশা ও ভালোবাসা - #অজিত মাহাত

ছবি
করেছিলাম আশা , পাবো ভালোবাসা | কিভাবে বলি , পাই না গো ভাষা | শূন্য হৃদয়ে ডেকেছিলাম তাকে | এসেও ছিল সে, কথাও বলেছিল ; বুঝতে পারিনি , কাকে বলে ভালোবাসা | কথা দিয়েছিল সে ; থাকবে একসাথে | বেঁধেছিল সম্পর্কে ; তবুও বুঝিনি ভালোবাসার মানে | দিয়েছিল ব্যাথা ; তবু ছাড়িনি আশা | একদিন তো আমি , পাবো ভালোবাসা | ফুলের মালা দিয়েছিলাম তাকে | পরেও ছিল সে, পরিয়েও ছিল ; তবুও প্রেম ছিল , তখনও মরীচিকা | কাছে এসেছিল সে ; থাকতে মোর পাশে | জানি না কোন ভুলে ;  ভেঙ্গেছিল তার মন, কে জানে | মনে আছে নিরাশা ; আজও আমি বড় একা | মরীচিকার মাঝেও , খুঁজি ভালোবাসা | এক বুক প্রেম নিয়ে , করে আছি আশা | একদিন তো আমি , পাবো ভালোবাসা ||