পোস্টগুলি

কবিতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

তুমি এসো - Tumi esho - #অজিত মাহাত

ছবি
তুমি এসো - Spiritual Ajit তুমি এসো ; এসো তুমি নিরবে । মনের গহনে ; নির্বাক প্রেম অবিচলে । শূন্য হৃদয়ে ; তুমি এসো নির্জনে । মস্তিষ্ক থেকে বাহির হইয়া ; প্রেমাকাশের তলে । এসো তুমি ; নিরাকার হতে । মোর সাথে , হাতে হাত রেখে । যাব মোরা আকাশেরও উপরে । তুমি এসো - Spiritual Ajit এসো তুমি ; একাকার হব নীল দিগন্তে । ছড়িয়ে যাব তেপান্তরে ; আসমুদ্রহিমাচলে । একা এসো ; মিলব দুজনে । দেহ মন ছাড়িয়ে ; হারিয়ে যাব প্রাণের স্পন্দনে । তুমি এসো ; এসো মুক্ত হয়ে । বাঁধা হব দুজনে ; যতদিন রব এ - সংসারে ।। তুমি এসো - Spiritual Ajit

জয় শ্রী রাম - Jai Shree Ram - #অজিত মাহাত

ছবি
Jai Shree Ram - Spiritual Ajit রাম নাম , রাম নাম , শুনছি বছর ধরে । আগে জয় হোক শ্রী রামের ; অন্য কিছু লিখব পরে ।। ধ্বংস হোক রাবণ রাজ । সীতা আসুক ঘরে । স্থাপনা হোক রাম রাজ্য । বাঁধো জোট সবে মিলে ।। রাম নাম , রাম নাম , শুনছি বছর ধরে । আগে জয় হোক শ্রী রামের ; অন্য কিছু লিখব পরে ।। Jai Shree Ram - Spiritual Ajit ধর্মের এবার জয় হবে । জানবে সকল লোকে । জিতবে শ্রী রাম , সবাই জানে । জানে না শুধু এক জনে ।। ন্যায় হবে , বিচার হবে ; শ্রী রাম আসলে দেশে । অধর্মের হবে পরাজয় । জয় শ্রী রাম , বলো একসাথে ।। রাম নাম , রাম নাম , শুনছি বছর ধরে । আগে জয় হোক শ্রী রামের ; অন্য কিছু লিখব পরে ।। Jai Shree Ram - Spiritual Ajit জয় শ্রী রাম , জয় শ্রী রাম , বলতে হবে তাকে । যে ভারত মায়ের বুকে থাকে ; নিজেকে ভারতবাসী বলে ।। ফুল ও ফলে ভরে যাবে । শিল্প হবে দেশে । আনন্দে থাকবে সবাই ; যদি শ্রী রাম মোদের আসে ।। সত্যিকারের রাম চাই । ভাবছি আমি মনে । ভেবে - চিন্তে ডাকবে সবাই । পস্তাবে না পরে ।। রাম নাম , রাম নাম , শুনছি বছর ধরে । আগে জয় হোক শ্রী রামের ; অন্য কিছু লিখব...

গনেশ বন্দনা - Ganesh Bandana - #অজিত মাহাত

ছবি
Ganesh Bandana - Spiritual Ajit গৌরীর নন্দন তুমি , মুষিক বাহন । সর্বাগ্রে পূজ্য তুমি ; তুমি গজানন ।। স্থূল দেহ একদন্ত , দেবত্ব পরম । ধর্ম শাস্ত্র নিজ হস্তে , করিয়া বরণ ।। সর্বাগ্রে প্রণাম তোমায় ; জুড়ি দুই কর । আমার হৃদয় কাঁদে , প্রেমে করি ভর ।। কৃপা কর মোরে প্রভূ ; দাও গো শরন । আমার গৃহে পড়ে যেন , তোমার চরন ।। www.spiritualajit.blogspot.com

সরস্বতী বন্দনা ( Saraswati Bandana ) - #অজিত মাহাত

ছবি
শ্বেত পুষ্পে শোভিতা তুমি , গৌরীর কন্যা | প্রনাম তোমায় দেবী ; দাও তুমি বিদ্যা || শ্বেত বীনা হস্তে তুমি , চন্দনে চর্চ্চিতা | শ্বেত পদ্ম আসনে তুমি , শ্বেত অলঙ্কার ভূষিতা || রাজহংস বাহন তোমার ; সবার পূজিতা | বিদ্যা দেবী মানি তোমায় , মহাদেবের দুহিতা || সৎ বুদ্ধি দাও মা তুমি , এই হল মোর প্রার্থনা | শুদ্ধ মনে , কর জোড়ে ; করি মা তোমার বন্দনা ||

ভালোবাসার গান গাইব - #অজিত মাহাত

ছবি
একা ছিলাম , একা আছি ; একা হয়ে থাকব | একা হয়ে বেঁচে আমি , একাই মরব | ভূল ভেবোনা , ভূল বোঝোনা ; আত্মাহত্যা করব না | নীচমনা নই আমি , মন ভরে বাঁচব | চোখ তুলে দুনিয়াটা , দুচোখ ভরে দেখব | এই পৃথিবীতে আমিও ; আমার নাম লিখব | অনাহারে থাকব না , অনিদ্রাতেও নয় | বাবা মায়ের প্রিয় আছি , প্রিয় হয়ে থাকব | দুনিয়াটা যাই ভাবুক , সৎ পথে চলব | এই পৃথিবীর সৎকর্মে , আমার ভাগ রাখব | যদি কেও পাশে এসে , ভালোবেসে আমায় ডাকে ; পবিত্র হৃদয়ে তাকে , আমি ভালোবাসব | একলা আমি , নিয়তি যদি ; দুকলা আমায় করে দেয় | একলা হতে দেব না তাকে ; আপন আমি করব | একা ছিলাম , একা আছি ; সবই ভুলে যাব | দুজন মিলে আমরা তখন , ভালোবাসার গান গাইব ||

আশা ও ভালোবাসা - #অজিত মাহাত

ছবি
করেছিলাম আশা , পাবো ভালোবাসা | কিভাবে বলি , পাই না গো ভাষা | শূন্য হৃদয়ে ডেকেছিলাম তাকে | এসেও ছিল সে, কথাও বলেছিল ; বুঝতে পারিনি , কাকে বলে ভালোবাসা | কথা দিয়েছিল সে ; থাকবে একসাথে | বেঁধেছিল সম্পর্কে ; তবুও বুঝিনি ভালোবাসার মানে | দিয়েছিল ব্যাথা ; তবু ছাড়িনি আশা | একদিন তো আমি , পাবো ভালোবাসা | ফুলের মালা দিয়েছিলাম তাকে | পরেও ছিল সে, পরিয়েও ছিল ; তবুও প্রেম ছিল , তখনও মরীচিকা | কাছে এসেছিল সে ; থাকতে মোর পাশে | জানি না কোন ভুলে ;  ভেঙ্গেছিল তার মন, কে জানে | মনে আছে নিরাশা ; আজও আমি বড় একা | মরীচিকার মাঝেও , খুঁজি ভালোবাসা | এক বুক প্রেম নিয়ে , করে আছি আশা | একদিন তো আমি , পাবো ভালোবাসা ||