তুমি এসো - Tumi esho - #অজিত মাহাত
তুমি এসো - Spiritual Ajit তুমি এসো ; এসো তুমি নিরবে । মনের গহনে ; নির্বাক প্রেম অবিচলে । শূন্য হৃদয়ে ; তুমি এসো নির্জনে । মস্তিষ্ক থেকে বাহির হইয়া ; প্রেমাকাশের তলে । এসো তুমি ; নিরাকার হতে । মোর সাথে , হাতে হাত রেখে । যাব মোরা আকাশেরও উপরে । তুমি এসো - Spiritual Ajit এসো তুমি ; একাকার হব নীল দিগন্তে । ছড়িয়ে যাব তেপান্তরে ; আসমুদ্রহিমাচলে । একা এসো ; মিলব দুজনে । দেহ মন ছাড়িয়ে ; হারিয়ে যাব প্রাণের স্পন্দনে । তুমি এসো ; এসো মুক্ত হয়ে । বাঁধা হব দুজনে ; যতদিন রব এ - সংসারে ।। তুমি এসো - Spiritual Ajit