জয় শ্রী রাম - Jai Shree Ram - #অজিত মাহাত

Jai Shree Ram - Spiritual Ajit
রাম নাম , রাম নাম , শুনছি বছর ধরে ।
আগে জয় হোক শ্রী রামের ;
অন্য কিছু লিখব পরে ।।

ধ্বংস হোক রাবণ রাজ ।
সীতা আসুক ঘরে ।
স্থাপনা হোক রাম রাজ্য ।
বাঁধো জোট সবে মিলে ।।

রাম নাম , রাম নাম , শুনছি বছর ধরে ।
আগে জয় হোক শ্রী রামের ;
অন্য কিছু লিখব পরে ।।
Jai Shree Ram - Spiritual Ajit
ধর্মের এবার জয় হবে ।
জানবে সকল লোকে ।
জিতবে শ্রী রাম , সবাই জানে ।
জানে না শুধু এক জনে ।।

ন্যায় হবে , বিচার হবে ;
শ্রী রাম আসলে দেশে ।
অধর্মের হবে পরাজয় ।
জয় শ্রী রাম , বলো একসাথে ।।

রাম নাম , রাম নাম , শুনছি বছর ধরে ।
আগে জয় হোক শ্রী রামের ;
অন্য কিছু লিখব পরে ।।
Jai Shree Ram - Spiritual Ajit

জয় শ্রী রাম , জয় শ্রী রাম , বলতে হবে তাকে ।
যে ভারত মায়ের বুকে থাকে ;
নিজেকে ভারতবাসী বলে ।।

ফুল ও ফলে ভরে যাবে ।
শিল্প হবে দেশে ।
আনন্দে থাকবে সবাই ;
যদি শ্রী রাম মোদের আসে ।।

সত্যিকারের রাম চাই ।
ভাবছি আমি মনে ।
ভেবে - চিন্তে ডাকবে সবাই ।
পস্তাবে না পরে ।।

রাম নাম , রাম নাম , শুনছি বছর ধরে ।
আগে জয় হোক শ্রী রামের ;
অন্য কিছু লিখব পরে ।।
www.spiritualajit.blogspot.com

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মহাভারতের বিরাট পর্ব্বে পঞ্চ-পাণ্ডবের ও দ্রৌপদীর অজ্ঞাত বাসের সময় তাঁদের নাম কি ছিল ? - #অজিত মাহাত

ব্রহ্মা , বিষ্ণু, মহাদেব - এনাদের মধ্যে কে সবথেকে বড় ? জেনে নিন ... - #অজিত মাহাত

শ্রী কৃষ্ণের মৃত্যুর কারণ কি শুধুই গান্ধারীর অভিশাপ না কি তাঁর কর্মফল ! - #অজিত মাহাত