জয় শ্রী রাম - Jai Shree Ram - #অজিত মাহাত
Jai Shree Ram - Spiritual Ajit |
আগে জয় হোক শ্রী রামের ;
অন্য কিছু লিখব পরে ।।
ধ্বংস হোক রাবণ রাজ ।
সীতা আসুক ঘরে ।
স্থাপনা হোক রাম রাজ্য ।
বাঁধো জোট সবে মিলে ।।
রাম নাম , রাম নাম , শুনছি বছর ধরে ।
আগে জয় হোক শ্রী রামের ;
অন্য কিছু লিখব পরে ।।
Jai Shree Ram - Spiritual Ajit |
জানবে সকল লোকে ।
জিতবে শ্রী রাম , সবাই জানে ।
জানে না শুধু এক জনে ।।
ন্যায় হবে , বিচার হবে ;
শ্রী রাম আসলে দেশে ।
অধর্মের হবে পরাজয় ।
জয় শ্রী রাম , বলো একসাথে ।।
রাম নাম , রাম নাম , শুনছি বছর ধরে ।
আগে জয় হোক শ্রী রামের ;
অন্য কিছু লিখব পরে ।।
Jai Shree Ram - Spiritual Ajit |
জয় শ্রী রাম , জয় শ্রী রাম , বলতে হবে তাকে ।
যে ভারত মায়ের বুকে থাকে ;
নিজেকে ভারতবাসী বলে ।।
ফুল ও ফলে ভরে যাবে ।
শিল্প হবে দেশে ।
আনন্দে থাকবে সবাই ;
যদি শ্রী রাম মোদের আসে ।।
সত্যিকারের রাম চাই ।
ভাবছি আমি মনে ।
ভেবে - চিন্তে ডাকবে সবাই ।
পস্তাবে না পরে ।।
রাম নাম , রাম নাম , শুনছি বছর ধরে ।
আগে জয় হোক শ্রী রামের ;
অন্য কিছু লিখব পরে ।।
www.spiritualajit.blogspot.com |
Very Nice
উত্তরমুছুনThank you
উত্তরমুছুন