কর্ম কাকে বলে ? What is work ? - #অজিত মাহাত
![]() |
What is work - Spiritual Ajit |
আত্মকর্মই কর্ম অপর সবই অকর্ম ।
কর্ম তিন প্রকার । যথা - ক্রিয়মান কর্ম , সঞ্চিত কর্ম ও প্রারব্ধ কর্ম ।
এখন বর্তমানে যে কর্ম করা হচ্ছে , তার নাম ক্রিয়মাণ কর্ম ।
বর্তমানের আগে এই জন্মেই যা কিছু কাজ করা হয়েছে , অথবা আগের অনেক মনুষ্য জন্মে করা কাজ , যা সংগৃহীত হয়ে আছে , তাকে সঞ্চিত কর্ম বলে ।
আবার ঐ সঞ্চিতের মধ্যে যে কর্ম ফলদানের জন্য প্রস্তুত অর্থাৎ খোলা হয়ে আছে , তাকে প্রারব্ধ কর্ম বলে ।
প্রত্যেক কর্ম আবার দুই প্রকার , শুভ কর্ম ও অশুভ কর্ম । এই শুভ ও অশুভ কর্মের ভিত্তিতে পাপ ও পূণ্য নির্ধারিত হয়ে থাকে । পাপ ও পুণ্যের ফলে মানুষ ভিন্ন ভিন্ন ফল ভোগ করে থাকে ।
কর্মফল সম্মন্ধে অন্য একটি প্রবন্ধে আলোচনা করব ।
![]() |
What is work - Spiritual Ajit |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন