কর্মফল কি ? - #অজিত মাহাত
![]() |
কর্মফল কি ? - Spiritual Ajit |
প্রত্যেক মানুষকে তার কর্মের ফল পেতেই হবে , এটা অবশ্যম্ভাবী । কর্মফল ভোগ সম্পূর্ণ না হলে মানুষের মুক্তিলাভ বা মোক্ষ হয় না ।
যে - সকল পাপ কর্মের ফল জেল , জরিমানা , নিন্দা , অপমান ইত্যাদি রূপে এখানেই ভোগ করা হয়ে গেছে , সেই সব পাপের ফল আর মরণের পরে ভোগ করতে হয় না । কিন্তু মানুষটির পাপের পরিমান কতটা ছিল এবং তার ভোগই বা কত পরিমান কমে গেল অর্থাৎ সেই পাপ কর্মের ফল সে পুরোটাই ভোগ করল না কিছু বাকি থেকে গেল - এর হিসাব মানুষের অজানাই থেকে যায় । এর হিসাব থাকে ভগবানের কাছে । পাপের ফল যতটা সে কম ভোগ করেছে মরণের পর তাকে সেটা অবশ্যই ভোগ করতে হবে ।
ইহলোকে যে পাপের ফল ভোগ করা হয়ে যায় , তাতে অল্পের উপর দিয়ে নিস্কৃতি লাভ হয় , অল্পেই শুদ্ধি ঘটে যায় , নইলে পরলোকে বড় ভয়ঙ্কর , সুদ সমেত দণ্ড ভোগ করতে হয় ।
![]() |
কর্মফল কি ? - Spiritual Ajit |
ইহলোকে যে পুণ্যের ফল ভোগ করা হয়ে যায় , তা অল্পতেই শেষ হয়ে যায় । যে পুণ্যের ফল বাকি থেকে যায় , তা পরলোকে সুদ সমেত পাওয়া যায় । সেই জন্য গুণী জনেরা পরলোকের জন্য পূণ্য অর্জন করে থাকেন ।
![]() |
কর্মফল কি ? - Spiritual Ajit |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন