সরস্বতী বন্দনা ( Saraswati Bandana ) - #অজিত মাহাত

শ্বেত পুষ্পে শোভিতা তুমি ,
গৌরীর কন্যা |
প্রনাম তোমায় দেবী ;
দাও তুমি বিদ্যা ||

শ্বেত বীনা হস্তে তুমি ,
চন্দনে চর্চ্চিতা |
শ্বেত পদ্ম আসনে তুমি ,
শ্বেত অলঙ্কার ভূষিতা ||

রাজহংস বাহন তোমার ;
সবার পূজিতা |
বিদ্যা দেবী মানি তোমায় ,
মহাদেবের দুহিতা ||

সৎ বুদ্ধি দাও মা তুমি ,
এই হল মোর প্রার্থনা |
শুদ্ধ মনে , কর জোড়ে ;
করি মা তোমার বন্দনা ||

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মহাভারতের বিরাট পর্ব্বে পঞ্চ-পাণ্ডবের ও দ্রৌপদীর অজ্ঞাত বাসের সময় তাঁদের নাম কি ছিল ? - #অজিত মাহাত

ব্রহ্মা , বিষ্ণু, মহাদেব - এনাদের মধ্যে কে সবথেকে বড় ? জেনে নিন ... - #অজিত মাহাত

শ্রী কৃষ্ণের মৃত্যুর কারণ কি শুধুই গান্ধারীর অভিশাপ না কি তাঁর কর্মফল ! - #অজিত মাহাত