সরস্বতী বন্দনা ( Saraswati Bandana ) - #অজিত মাহাত
শ্বেত পুষ্পে শোভিতা তুমি ,
গৌরীর কন্যা |
প্রনাম তোমায় দেবী ;
দাও তুমি বিদ্যা ||
শ্বেত বীনা হস্তে তুমি ,
চন্দনে চর্চ্চিতা |
শ্বেত পদ্ম আসনে তুমি ,
শ্বেত অলঙ্কার ভূষিতা ||
রাজহংস বাহন তোমার ;
সবার পূজিতা |
বিদ্যা দেবী মানি তোমায় ,
মহাদেবের দুহিতা ||
সৎ বুদ্ধি দাও মা তুমি ,
এই হল মোর প্রার্থনা |
শুদ্ধ মনে , কর জোড়ে ;
করি মা তোমার বন্দনা ||
গৌরীর কন্যা |
প্রনাম তোমায় দেবী ;
দাও তুমি বিদ্যা ||
শ্বেত বীনা হস্তে তুমি ,
চন্দনে চর্চ্চিতা |
শ্বেত পদ্ম আসনে তুমি ,
শ্বেত অলঙ্কার ভূষিতা ||
রাজহংস বাহন তোমার ;
সবার পূজিতা |
বিদ্যা দেবী মানি তোমায় ,
মহাদেবের দুহিতা ||
সৎ বুদ্ধি দাও মা তুমি ,
এই হল মোর প্রার্থনা |
শুদ্ধ মনে , কর জোড়ে ;
করি মা তোমার বন্দনা ||
সুন্দর হয়েছে , লিখতে থাক .........
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ ...
উত্তরমুছুনOutstanding
উত্তরমুছুনThank you
উত্তরমুছুনSundor hoyeche
উত্তরমুছুনThank you so much ...
উত্তরমুছুন