পোস্টগুলি

প্রার্থনা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

গনেশ বন্দনা - Ganesh Bandana - #অজিত মাহাত

ছবি
Ganesh Bandana - Spiritual Ajit গৌরীর নন্দন তুমি , মুষিক বাহন । সর্বাগ্রে পূজ্য তুমি ; তুমি গজানন ।। স্থূল দেহ একদন্ত , দেবত্ব পরম । ধর্ম শাস্ত্র নিজ হস্তে , করিয়া বরণ ।। সর্বাগ্রে প্রণাম তোমায় ; জুড়ি দুই কর । আমার হৃদয় কাঁদে , প্রেমে করি ভর ।। কৃপা কর মোরে প্রভূ ; দাও গো শরন । আমার গৃহে পড়ে যেন , তোমার চরন ।। www.spiritualajit.blogspot.com

সরস্বতী বন্দনা ( Saraswati Bandana ) - #অজিত মাহাত

ছবি
শ্বেত পুষ্পে শোভিতা তুমি , গৌরীর কন্যা | প্রনাম তোমায় দেবী ; দাও তুমি বিদ্যা || শ্বেত বীনা হস্তে তুমি , চন্দনে চর্চ্চিতা | শ্বেত পদ্ম আসনে তুমি , শ্বেত অলঙ্কার ভূষিতা || রাজহংস বাহন তোমার ; সবার পূজিতা | বিদ্যা দেবী মানি তোমায় , মহাদেবের দুহিতা || সৎ বুদ্ধি দাও মা তুমি , এই হল মোর প্রার্থনা | শুদ্ধ মনে , কর জোড়ে ; করি মা তোমার বন্দনা ||