|
যেটা অসাবধানতায় ঘটে গিয়েছে সেটা প্রারব্ধ আর যেটা ঘটিয়েছেন সেটা নতুন কর্ম - Spiritual Ajit |
কর্ম করার সময় সাবধান থাকা উচিত কিন্তু ভালো বা মন্দ যাই ঘটে যাক , তাকে পুরোপুরি প্রারব্ধ বলে বাধ্য হয়েই মেনে নেওয়া উচিত । তাতে যাঁরা এ কথা বলেন যে যদি তুমি একটু সাবধান হতে তা হলে গেলাসটা ভাঙত না - তাতে এইটুকু শিক্ষা নেওয়া উচিত যে আমার আগে থেকেই সাবধান হওয়া দরকার , যাতে দ্বিতীয়বার এমন ভুল না হয় । বাস্তবে যা ঘটে গিয়েছে , তাকে অসাবধানতা বলে না মনে করে ঘটবারই ছিল , এই মনে করা উচিত । সেইজন্য 'করাতে' থাকবে সাবধান , আর 'হওয়াতে' থাকবে প্রসন্ন । তাই অসাবধানতার কারণে গেলাস পড়ে ভেঙ্গে গেল , - এটা তাঁর প্রারব্ধ । আবার কেউ যদি ইচ্ছাকৃতভাবে গেলাসটি ভেঙ্গে দেয় , - সেটা হবে তাঁর নতুন কর্ম ।
|
যেটা অসাবধানতায় ঘটে গিয়েছে সেটা প্রারব্ধ আর যেটা ঘটিয়েছেন সেটা নতুন কর্ম - Spiritual Ajit |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন