গনেশ বন্দনা - Ganesh Bandana - #অজিত মাহাত
Ganesh Bandana - Spiritual Ajit |
মুষিক বাহন ।
সর্বাগ্রে পূজ্য তুমি ;
তুমি গজানন ।।
স্থূল দেহ একদন্ত ,
দেবত্ব পরম ।
ধর্ম শাস্ত্র নিজ হস্তে ,
করিয়া বরণ ।।
সর্বাগ্রে প্রণাম তোমায় ;
জুড়ি দুই কর ।
আমার হৃদয় কাঁদে ,
প্রেমে করি ভর ।।
কৃপা কর মোরে প্রভূ ;
দাও গো শরন ।
আমার গৃহে পড়ে যেন ,
তোমার চরন ।।
www.spiritualajit.blogspot.com |
nice bro
উত্তরমুছুনThank you ...
উত্তরমুছুন