মন কি ? What is Mind ? - #অজিত মাহাত
আমাদের দেহ কে যদি রথের সাথে তুলনা করা হয় , তাহলে আত্মা হল সেই রথের আরোহী বা রথের মালিক |রথ চালায় কে ? সারথি ! সারথি হল বুদ্ধি |বুদ্ধির দ্বারাই তো আমরা চলি ; তাই তো |কিন্তু সারথি তো রথকে টেনে নিয়ে যায় না |রথ তো টানে ঘোড়া |তাহলে আমাদের দেহরূপ রথের ঘোড়া কে ? এই দেহরথের ঘোড়া হল পাঁচ ইন্দ্রিয় , তথা - চোখ , কান , জিভ , নাক ও ত্বক |এই পাঁচ ইন্দ্রিয়ই কিন্তু দেহরথকে টেনে নিয়ে যায় |চোখ কোনো সুন্দর কিছু দেখলেই তার প্রতি আকর্ষিত হয় |কান মধুর শব্দ শুনলেই সে দিকে ধাবিত হয় |অনুরূপভাবে জিভ সুস্বাদের আশায় , নাক সুগন্ধের আশায় ও ত্বক ভালো অনুভূতির আশায় দেহরথকে টেনে নিয়ে যায় |কোন রথের ঘোড়া যদি তার মালিকের গন্তব্যের কথা তোয়াক্কা না করে , নিজের সুখের খোঁজে এদিক ওদিক দৌড়াতে থাকে ; তাহলে সেই রথ কি সঠিক পথে এগোবে ? সেই জন্য রথের মালিক তার সারথি অর্থাৎ বুদ্ধিকে একটি লাগাম হাতে দিয়েছে , যেটা ঐ পাঁচটি ঘোড়ার সাথে বাঁধা |বুদ্ধি অর্থাৎ সারথি , ঐ পাঁচটি ঘোড়া অর্থাৎ পাঁচ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে |এখানে ঐ লাগামটিই হচ্ছে এই দেহরথের মন |
মনকে বুদ্ধির দ্বারা চালানো উচিত |তবেই সে ব্যাক্তি সঠিক পথে এগোবে |পাঁচ ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় |এই ভোগেচ্ছা থেকেই আসক্তির সৃষ্টি হয় |আসক্তি মনকে প্রভাবিত করে |মন সংকল্প - বিকল্প গ্রহন করে |সংকল্প - বিকল্প নির্নয় করে বিবেকশক্তি বা বুদ্ধি |বুদ্ধির সংকল্প শক্তিই হল মন |মনের উপর বুদ্ধির নিয়ন্ত্রণ থাকে |সেই জন্য বুদ্ধিকে মনের থেকে শক্তিশালী করতে হবে |মন আসলে কি বস্তু ? মন হল চৈতন্য এবং জড় এর মধ্যবর্তী একটি অনাত্ম বস্তু যা ব্যাক্তির কর্মফল বহন করে ||
মনকে বুদ্ধির দ্বারা চালানো উচিত |তবেই সে ব্যাক্তি সঠিক পথে এগোবে |পাঁচ ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় |এই ভোগেচ্ছা থেকেই আসক্তির সৃষ্টি হয় |আসক্তি মনকে প্রভাবিত করে |মন সংকল্প - বিকল্প গ্রহন করে |সংকল্প - বিকল্প নির্নয় করে বিবেকশক্তি বা বুদ্ধি |বুদ্ধির সংকল্প শক্তিই হল মন |মনের উপর বুদ্ধির নিয়ন্ত্রণ থাকে |সেই জন্য বুদ্ধিকে মনের থেকে শক্তিশালী করতে হবে |মন আসলে কি বস্তু ? মন হল চৈতন্য এবং জড় এর মধ্যবর্তী একটি অনাত্ম বস্তু যা ব্যাক্তির কর্মফল বহন করে ||
ভলো লাগল পড়ে খুব সুন্দর পোষ্ট
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ ...
উত্তরমুছুন