আশা ও ভালোবাসা - #অজিত মাহাত

করেছিলাম আশা ,
পাবো ভালোবাসা |
কিভাবে বলি ,
পাই না গো ভাষা |

শূন্য হৃদয়ে ডেকেছিলাম তাকে |
এসেও ছিল সে, কথাও বলেছিল ;
বুঝতে পারিনি ,
কাকে বলে ভালোবাসা |

কথা দিয়েছিল সে ;
থাকবে একসাথে |
বেঁধেছিল সম্পর্কে ;
তবুও বুঝিনি ভালোবাসার মানে |

দিয়েছিল ব্যাথা ;
তবু ছাড়িনি আশা |
একদিন তো আমি ,
পাবো ভালোবাসা |
ফুলের মালা দিয়েছিলাম তাকে |
পরেও ছিল সে, পরিয়েও ছিল ;
তবুও প্রেম ছিল ,
তখনও মরীচিকা |

কাছে এসেছিল সে ;
থাকতে মোর পাশে |
জানি না কোন ভুলে ;
 ভেঙ্গেছিল তার মন, কে জানে |

মনে আছে নিরাশা ;
আজও আমি বড় একা |
মরীচিকার মাঝেও ,
খুঁজি ভালোবাসা |

এক বুক প্রেম নিয়ে ,
করে আছি আশা |
একদিন তো আমি ,
পাবো ভালোবাসা ||

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মহাভারতের বিরাট পর্ব্বে পঞ্চ-পাণ্ডবের ও দ্রৌপদীর অজ্ঞাত বাসের সময় তাঁদের নাম কি ছিল ? - #অজিত মাহাত

ব্রহ্মা , বিষ্ণু, মহাদেব - এনাদের মধ্যে কে সবথেকে বড় ? জেনে নিন ... - #অজিত মাহাত

শ্রী কৃষ্ণের মৃত্যুর কারণ কি শুধুই গান্ধারীর অভিশাপ না কি তাঁর কর্মফল ! - #অজিত মাহাত