ভালোবাসার গান গাইব - #অজিত মাহাত

একা ছিলাম , একা আছি ;
একা হয়ে থাকব |
একা হয়ে বেঁচে আমি ,
একাই মরব |

ভূল ভেবোনা , ভূল বোঝোনা ;
আত্মাহত্যা করব না |
নীচমনা নই আমি ,
মন ভরে বাঁচব |

চোখ তুলে দুনিয়াটা ,
দুচোখ ভরে দেখব |
এই পৃথিবীতে আমিও ;
আমার নাম লিখব |

অনাহারে থাকব না ,
অনিদ্রাতেও নয় |
বাবা মায়ের প্রিয় আছি ,
প্রিয় হয়ে থাকব |
দুনিয়াটা যাই ভাবুক ,
সৎ পথে চলব |
এই পৃথিবীর সৎকর্মে ,
আমার ভাগ রাখব |

যদি কেও পাশে এসে ,
ভালোবেসে আমায় ডাকে ;
পবিত্র হৃদয়ে তাকে ,
আমি ভালোবাসব |

একলা আমি , নিয়তি যদি ;
দুকলা আমায় করে দেয় |
একলা হতে দেব না তাকে ;
আপন আমি করব |

একা ছিলাম , একা আছি ;
সবই ভুলে যাব |
দুজন মিলে আমরা তখন ,
ভালোবাসার গান গাইব ||



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মহাভারতের বিরাট পর্ব্বে পঞ্চ-পাণ্ডবের ও দ্রৌপদীর অজ্ঞাত বাসের সময় তাঁদের নাম কি ছিল ? - #অজিত মাহাত

ব্রহ্মা , বিষ্ণু, মহাদেব - এনাদের মধ্যে কে সবথেকে বড় ? জেনে নিন ... - #অজিত মাহাত

শ্রী কৃষ্ণের মৃত্যুর কারণ কি শুধুই গান্ধারীর অভিশাপ না কি তাঁর কর্মফল ! - #অজিত মাহাত