কর্মফল কি ? - #অজিত মাহাত
কর্মফল কি ? - Spiritual Ajit শুভ - অশুভ কর্মের ভিত্তিতে মানুষের পূণ্য ও পাপ হয়ে থাকে । শুভ কর্ম বা ভালো কাজ বা সৎকর্মের ফলে মানুষের পূণ্য লাভ হয় । পুণ্যের ফলে মানুষ সুখ , শান্তি ও আনন্দ লাভ করে থাকে বা স্বর্গ লাভ হয় । অশুভ কর্ম বা খারাপ কাজ বা অসৎকর্মের ফলে মানুষের পাপ হয়ে থাকে । পাপের ফলে মানুষ দুঃখ , অশান্তি ও কষ্ট পেয়ে থাকে বা নরক লাভ হয় । প্রত্যেক মানুষকে তার কর্মের ফল পেতেই হবে , এটা অবশ্যম্ভাবী । কর্মফল ভোগ সম্পূর্ণ না হলে মানুষের মুক্তিলাভ বা মোক্ষ হয় না । যে - সকল পাপ কর্মের ফল জেল , জরিমানা , নিন্দা , অপমান ইত্যাদি রূপে এখানেই ভোগ করা হয়ে গেছে , সেই সব পাপের ফল আর মরণের পরে ভোগ করতে হয় না । কিন্তু মানুষটির পাপের পরিমান কতটা ছিল এবং তার ভোগই বা কত পরিমান কমে গেল অর্থাৎ সেই পাপ কর্মের ফল সে পুরোটাই ভোগ করল না কিছু বাকি থেকে গেল - এর হিসাব মানুষের অজানাই থেকে যায় । এর হিসাব থাকে ভগবানের কাছে । পাপের ফল যতটা সে কম ভোগ করেছে মরণের পর তাকে সেটা অবশ্যই ভোগ করতে হবে । ইহলোকে যে পাপের ফল ভোগ করা হয়ে যায় , তাতে অল্পের উপর দিয়ে নিস্কৃতি লাভ হয় , অল্পেই শুদ্ধি ঘটে ...