কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রী কৃষ্ণ কেন অর্জুনের থেকে কর্ণের প্রশংসা বেশী করত ? - #অজিত মাহাত
মহাভারত - কর্ণ - Spiritual Ajit মহাভারতের যুদ্ধ চলার সময় শ্রীকৃষ্ণ অর্জুনের থেকে কর্ণের বেশি প্রশংসা করত । সেই জন্য অর্জুন , কর্ণের মৃত্যুর পর অহংকার বশত শ্রী কৃষ্ণকে বললেন ; হে কৃষ্ণ ! তুমি আমার মিত্র হয়েও বারবার কর্ণের ই প্রশংসা করছো ; তুমি আমার পক্ষে না কর্ণের । শ্রী কৃষ্ণ মধুর বাক্যে বললেন , অবশ্যই তোমার পক্ষে। তাই যদি হয় , তাহলে কর্ণের এত প্রশংসা কেন ; যেখানে আমার তীরের আঘাতে কর্ণের রথ দশ পা পেছনে চলে যেত কিন্তু কর্ণের তীরের আঘাতে আমার রথ মাত্র দুই পা পেছনে আসত । আমার তীরে কর্ণের মৃত্যুর পরও কিভাবে বলছো কর্ণ একজন মহান যোদ্ধা । শ্রী কৃষ্ণ বললেন , তুমি তো জানো পার্থ , আমিই পরমাত্মা , এই ত্রিলোক এর ভার আমিই বহন করছি । যেখানে আমি স্বয়ং সম্পূর্ণ বিশ্বের ভার নিয়ে তোমার রথেই উপস্থিত আছি , এবং মহাবীর হনুমানের পতাকা তোমার রথের উপর উড়ছে ; সেখানে একজন সাধারণ যোদ্ধার পক্ষে কি বিন্দুমাত্র এই রথ পেছানো সম্ভব ! নিঃসন্দেহে কর্ণ একজন মহান যোদ্ধা । কর্ণ যদি ধর্মের পথে থাকতো , তোমার পক্ষেও তাকে পরাজিত করা অসম্ভব হয়ে উঠত । অধর্ম পক্ষ নেওয়ায় কর্ণের পরাজয় ঘটেছে । শ্রেষ্ঠ হওয়ার ...