মহাভারতে দেহতত্ত্ব মতে ষটচক্রে কৌরবদের স্থান কোথায় ? - #অজিত মাহাত
মহাভারতে কৌরব - Spiritual Ajit |
দূঃশাসন ও জয়দ্রথ - দুঃশাসন হল ক্রোধ ও জয়দ্রথ হল মৃত্যু ভয় । পরস্পর সাপেক্ষ বলে ইহারা একত্রে স্বাধীষ্ঠান চক্রে পান্ডবদের বিরুদ্ধে অবস্থান করে ।
কর্ণ ও বিকর্ণ - কর্ণ হলো কর্ত্তব্য কর্ম বা রাগ এবং বিকর্ণ হলো অকর্ত্তব্য কর্ম বা দ্বেষ । কর্ণ ও বিকর্ণ উভয়েই মণিপুর চক্রে পান্ডবদের বিরুদ্ধে অবস্থান করে ।
শকুনি - ইনিই ' মোহ ' উৎপন্ন করে দুই পক্ষকে যুদ্ধে প্রবৃত্ত করিয়েছিলেন ।
শল্য - ইনি হচ্ছেন জীবের সংস্কারজ হচ্ছে কর্ম ; জীবের সংসার বন্ধনের কারণ । ইনি বিশুদ্ধ চক্রে পান্ডবদের বিরুদ্ধে অবস্থান করেন ।
ভীষ্ম , দ্রোন ও কৃপ - এনারা হলেন রিপুদের মধ্যে মৎসরতা । ইনারা একত্রে আজ্ঞা চক্রে অবস্থান করেন ।
অশ্বত্থামা - অশ্বত্থামা হল কর্মফল । তাই তিনি প্রত্যেক রিপুতে এবং প্রত্যেক চক্রে অবস্থান করেন ।
কৌরব , দূর্যোধন - Spiritual Ajit |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন