কেন মনে হয় , ভালো মানুষদের সাথেই যত অন্যায় হয় ? জেনে নিন ... - #অজিত মাহাত
ভালো মানুষদের সাথেই যত অন্যায় - Spiritual Ajit |
কিন্তু তা সত্ত্বেও ভালো মানুষদের সাথেই যত অন্যায় হয় । কিন্তু তা কেন !
আসলে কিন্তু ভালো মানুষদের সাথে কোন অন্যায় হয় না । যদি কোন মানুষ আগের জন্মের কর্মের ফলে সৎ - জ্ঞান লাভ করে থাকেন । তার ফলে সেই মানুষ সদাচারী ও ঈশ্বর অনুরাগী হয় । এই প্রকার মানুষ মায়াময় সংসারের সকল প্রকার দুঃখ-কষ্ট , অশান্তি থেকে চিরকালের জন্য মুক্তি পেতে মোক্ষ লাভের জন্য কর্মফল ক্ষয় করতে থাকেন । সেই সদাচারী মানুষ , বিগত সমস্ত জন্মের পাপ কর্মের ফল শীঘ্রই ভোগ করে নেওয়ার সংকল্প নেন । সমস্ত পাপের ফল ভোগ শেষ হলেই মানুষ ঈশ্বর লাভ করিতে পারেন ।
এই জন্য মুক্তিকামী সদাচারী মানুষদের জীবন খুবই দুঃখ - কষ্ট ও অশান্তির মধ্যে কাটে । তাঁদের সাথে বারংবার অন্যায় ও অবিচার হয় । যে সমস্ত ব্যক্তিরা , সদাচারী মানুষদের দুঃখ কষ্ট দিয়ে তাঁদের কর্মফল ক্ষয় এর নিমিত্ত হন , তাঁরাও কিন্তু তাঁদের কর্মের ফলে পাপ - সাগরে পতিত হয় । কারণ সদাচারী ব্যাক্তিকে দুঃখ - কষ্ট ও অশান্তি দিলে ঘোর পাপ হয় ।
ভালো মানুষদের সাথেই যত অন্যায় - Spiritual Ajit |
Very nice
উত্তরমুছুনVery nice
উত্তরমুছুন