গুরু না থাকিলেও কি প্রকারে আত্মজ্ঞান হয় ? - #অজিত মাহাত

আত্মজ্ঞান - Spiritual Ajit 
মানুষের মন সবসময় সুখ , শান্তি ও আনন্দের খোঁজ করেন । মানুষের এই সুখ ভোগের ইচ্ছা থেকেই আসক্তি সৃষ্টি হয় । আসক্তি মনকে প্রভাবিত করে । এই ভোগের প্রতি আসক্তিই হল সমস্ত অনর্থের মূল । শুভ কর্মের ফলে মানুষ সুখ ভোগ করিয়া থাকেন । অশুভ কর্মের ফলে মানুষ দুঃখ ভোগ করিয়া থাকেন । কিন্তু মানুষ তাতে সন্তুষ্ট নন । তিনি অশুভ কাজের মধ্যেও সুখ খোঁজে বেড়ান । যেটা কখনও সম্ভব নয় । অনেক সময় অশুভ কর্ম কারী ব্যাক্তি গত জন্মের পূণ্য কর্মের ফলে সুখ ভোগ করিয়া ভাবেন , ঐ অশুভ কর্মের ফলেই তিনি সুখ পাচ্ছেন । যেটা তাঁর ভ্রম । আবার শুভ কর্ম কারী ব্যাক্তিরা তাঁর পুণ্যের সবটুকু সুখ ভোগ করিয়া , পরে যখন আর সুখ না পান ; তখন তাঁরা নিরাশ হয়ে দুঃখ ভোগ করিয়া থাকেন । মানুষের এই কর্মচক্রে দুঃখের নিবৃত্তি কখনও হয় না ।

পৃথিবীর সমস্ত প্রকার দুঃখ থেকে নিবৃত্তি পাওয়ার একমাত্র উপায় হল আত্মজ্ঞান ।

এই আত্মজ্ঞান কিভাবে লাভ হয় ! আত্মজ্ঞান লাভ করতে হলে সৎ - গুরুর দেখানো পথে চলে সাধনা ও জ্ঞান লাভ করতে হয় ।

আত্মজ্ঞান - Spiritual Ajit
অনেক সময় গুরু না থাকিলেও কারো কারো আত্মজ্ঞান হয়ে যায় । এই পৃথিবীর ইহলোক ও পরলোকে যত প্রকার ভোগ্য বস্তু আছে বা হইতে পারে - সেই সকল প্রকার ভোগ্য বস্তুর উপর বিরক্তি আসলে মনে বৈরাগ্য হয় । মানুষের বৈরাগ্য আসলে - শম , দম , উপরতি , তিতিক্ষা , সমাধান ও শ্রদ্ধা এই ছয়টি জ্ঞান সাধনার অনুষ্ঠান ঘটে ।

লৌকিক ব্যাপার হইতে মনকে নিবৃত্তি করা বা দূরে সরিয়ে রাখাই হলো - শম ।

ভোগ্য বস্তুর প্রতি আসক্তি না রাখা বা নিজের পাঁচ ইন্দ্রিয়কে দমিয়ে রাখাই হল - দম ।

জ্ঞানলাভ করিবার প্রতিবন্ধক কর্মকে পরিত্যাগ করাই হলো - উপরতি ।

শীত হোক কিংবা উষ্ণতা , যে কোনো আবহাওয়া সহ্য করে মন স্থির রাখাই হলো - তিতিক্ষা ।

নিদ্রা ও আলস্য পরিত্যাগ করে ঈশ্বরের প্রতি চিত্তের একাগ্রতাই - সমাধান ।

ঈশ্বরের প্রতি বিশ্বাস বা আস্তিকতাই  - শ্রদ্ধা ।

এবং মোক্ষ লাভের জন্য তীব্র অভিলাষ - এই কয়টি জ্ঞান সাধনার অনুষ্ঠান যাঁদের মধ্যে হয় , তাঁদের ধর্মজিজ্ঞাসা হউক  বা না হউক ; তাঁদের ব্রহ্মজিজ্ঞাসা হয় । ব্রহ্মজিজ্ঞাসার ফলে ব্রহ্মকে জানা যায় । ব্রহ্মের তত্ত্ব বুঝিতে পারিলেই জীবের মোক্ষ অবশ্যম্ভাবী ।

এই ছয় প্রকার জ্ঞান সাধনার অনুষ্ঠান যাঁদের মধ্যে হয় না , তাঁদের ব্রহ্মজিজ্ঞাসা হতেই পারে না । ব্রহ্মজিজ্ঞাসা না হইলে আত্মজ্ঞান হয় না ।

শম , দম , উপরতি , তিতিক্ষা , সমাধান ও শ্রদ্ধা - এই ছয় প্রকার জ্ঞান সাধনার অনুষ্ঠান হইলে গুরু না থাকিলেও ব্রহ্মজিজ্ঞাসার ফলে মানুষের আত্মজ্ঞান হয় ।

আত্মজ্ঞান - Spiritual Ajit

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মহাভারতের বিরাট পর্ব্বে পঞ্চ-পাণ্ডবের ও দ্রৌপদীর অজ্ঞাত বাসের সময় তাঁদের নাম কি ছিল ? - #অজিত মাহাত

ব্রহ্মা , বিষ্ণু, মহাদেব - এনাদের মধ্যে কে সবথেকে বড় ? জেনে নিন ... - #অজিত মাহাত

শ্রী কৃষ্ণের মৃত্যুর কারণ কি শুধুই গান্ধারীর অভিশাপ না কি তাঁর কর্মফল ! - #অজিত মাহাত