মহাভারতে দেহতত্ত্বের বিশ্লেষনে পাঁচ পান্ডবদের স্থান কোথায় ? এবং তাঁদের নামের গুরুত্ব কি ? - #অজিত মাহাত
মহাভারতে পান্ডব - Spiritual Ajit |
ছয় জ্ঞান সাধনার মধ্যে সহদেবকে ' শম ' এর সাথে তুলনা করা হয় ।
লৌকিক ব্যাপার হইতে মনকে নিবৃত্তি করা বা দূরে সরিয়ে রাখাই হলো ' শম ' ।
ষটচক্রের মধ্যে ' মূলাধার ' চক্রে স্থান হয় সহদেবের ।
সহদেব - Spiritual Ajit |
ছয় জ্ঞান সাধনার মধ্যে নকুল কে ' দম ' এর সাথে তুলনা করা হয় ।
ভোগ্য বস্তুর প্রতি আসক্তি না রাখা বা নিজের পঞ্চইন্দ্রিয়কে দমিয়ে রাখাই হল ' দম ' ।
ষটচক্রের মধ্যে ' স্বাধীষ্ঠান ' চক্রে স্থান হয় নকুলের ।
নকুল - Spiritual Ajit |
অর্জ্জুন হল তেজতত্ত্ব , যার গুন - শব্দ , স্পর্শ ও রূপ । বায়ুও তেজ এর দ্বারা বইতে থাকে । কাজেই যা কিছু শক্তির বিকাশ , তা তেজের দ্বারাই হয় । পঞ্চভূতের মধ্যে তেজ অর্থাৎ অগ্নিই হল অর্জ্জুন ।
ছয় জ্ঞান সাধনার মধ্যে অর্জুনকে ' তিতিক্ষা ' এর সাথে তুলনা করা হয় ।
শীত হোক কিংবা উষ্ণতা যেকোনো আবহাওয়া সহ্য করে মন স্থির রাখাই হলো ' তিতিক্ষা ' ।
ষটক্রের মধ্যে ' মণিপুর ' চক্রে স্থান হয় অর্জুনের ।
অর্জ্জুন - Spiritual Ajit লো |
পঞ্চভূতের মধ্যে ভীম হল মরুৎ বা ' বায়ুতত্ত্ব ' ।
ছয় জ্ঞান সাধনার মধ্যে ভীমকে ' উপরতি ' এর সাথে তুলনা করা হয় ।
জ্ঞান লাভ করিবার প্রতিবন্ধক কর্মকে পরিত্যাগ করাই হলো ' উপরতি ' ।
ষটচক্রের মধ্যে ' অনাহত ' চক্রে স্থান হয় ভীমের ।
ভীম - Spiritual Ajit |
যুধিষ্ঠির - যুদ্ধে যে স্থির অর্থাৎ যুদ্ধ করে যাঁকে টলাতে পারা যায় না তিনিই যুধিষ্ঠির । পঞ্চভূতের মধ্যে যুধিষ্ঠির হলেন ' ব্যোম ' বা আকাশতত্ত্ব । যার গুণ হলো শব্দ । ছয় জ্ঞান সাধনার মধ্যে যুধিষ্ঠিরকে ' শ্রদ্ধা ' এর সাথে তুলনা করা হয় ।
ঈশ্বরের প্রতি বিশ্বাস বা আস্তিকতাই ' শ্রদ্ধা ' ।
ষটচক্রের মধ্যে ' বিশুদ্ধ ' চক্রে স্থান হয় যুধিষ্ঠিরের ।
যুধিষ্ঠির - Spiritual Ajit |
ছয় জ্ঞান সাধনার মধ্যে শ্রী কৃষ্ণকে ' সমাধান ' এর সাথে তুলনা করা হয় ।
নিদ্রা ও আলস্য পরিত্যাগ করে ঈশ্বরের প্রতি চিত্তের একাগ্রতাই ' সমাধান ' ।
ষটচক্রের মধ্যে ' আজ্ঞা ' চক্রে স্থান হয় শ্রী কৃষ্ণের ।
শ্রী কৃষ্ণ - Spiritual Ajit |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন