ভাগ্য আসলে কি ? সেটা কি পাল্টানো সম্ভব ? - #অজিত মাহাত
দ্রৌপদীর ভাগ্য - Spiritual Ajit |
ভাগ্য কারো কৃপায় বা দয়ায় পাওয়া যায় না । ভাগ্য নিজেকেই তৈরী করতে হয় । কর্মের দ্বারাই মানুষ ভাগ্য তৈরী করতে পারে । ভাগ্য আসলে সঞ্চিত কর্মের ফল ।
ভাগ্য দুই প্রকারে পাওয়া যায় ; জন্মগত ভাগ্য ও কর্মগত ভাগ্য । গত জন্মের কর্মের ফলে মানুষ যে ভাগ্য পায় , তা হল জন্মগত ভাগ্য , আর এই জন্মের কর্মের ফলে মানুষ যে ভাগ্য পায় তা হল কর্মগত ভাগ্য ।
প্রত্যেক মানুষকেই তাঁর কর্মের ফল ভোগ করতে হয় । এমনকি দেব - দেবী বা কোন অবতার পুরুষকেও তাঁর কর্মের ফল ভোগ করতে হয় । যদি এই জন্মে কোন কারণ বশত কারো কর্মের ফল ভোগ না হয়ে থাকে , তবে তা পরজন্মে ভাগ্য হয়ে তাঁর সম্মুখে উপস্থিত হবে । যতক্ষণ না পর্যন্ত তাঁর কর্মফল ভোগ হয় তিনি কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না ।
কেউ খারাপ ভাগ্য নিয়ে জন্ম নিলেও , এই জন্মে তিনি যদি ভালো কাজ করেন , তো তাঁর ভাগ্য ভালো হয়ে যাবে । আবার কেউ ভালো ভাগ্য নিয়ে জন্ম নিলেও , এই জন্মে তিনি যদি খারাপ কাজ করেন , তো তাঁর ভাগ্য খারাপ হয়ে যাবে । কর্মের ফলেই মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে ।
ঈশ্বরের কৃপা লাভের ফলেও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে । কিন্তু ঈশ্বরের কৃপা তখনই হয় , যখন মানুষ সদাচারী ও ন্যায় নিষ্ঠা পরায়ন হয় এবং তিনি সর্বদা ধর্মের পথে চলেন । সদাচারী ব্যাক্তি সর্বদা কর্মফল ভোগের জন্য প্রস্তুত থাকেন । তাই তিনি ঈশ্বরের কৃপা লাভ করেন । ছল চাতুরীর দ্বারা ঈশ্বরের কৃপা পাওয়া যায় না ।
তাই আপনার ভাগ্যে সুখ থাকুক বা দুঃখ থাকুক , শান্তি থাকুক বা অশান্তি থাকুক ; ভাগ্যকে সানন্দে স্বীকার করে কর্মফল ভোগ করে নেওয়া উচিত । কর্মফল ভোগ করলেই মুক্তি পাবেন ।
যদি কেউ চুরি করার পর আদালতের বিচারে তাঁর জেল হয়ে থাকে , এবং তিনি যদি বলেন আমি আদালতের বিচার মানব না , আমি জেল ভেঙ্গে বেরিয়ে যাব , তাহলে কি আদালত সেটা মানবে । জেল ভেঙ্গে বেরিয়ে গেলে আদালত তাঁকে আবার জেলে ঢোকাবে , এবং তাঁর সাজা আরও কিছু সময় বাড়িয়ে দিবে । কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে ।
আপনি আগের জন্মে যে কর্ম করেছেন , তার ফল আপনি যেখানে পাবেন , ঈশ্বর আপনাকে সেখানেই জন্ম দিয়েছেন । তাই ঈশ্বরের সিদ্ধান্তকে মেনে সৎ ভাবে জীবন যাপন করুন ।
দানবীর কর্ণের ভাগ্য - Spiritual Ajit |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন