সৎ পাত্রে দান - কথাটির তাৎপর্য কি ? - #অজিত মাহাত

সৎ পাত্রে দান - Spiritual Ajit
পৃথিবীর সমস্ত জীবের প্রাণ , পরমাত্মা রূপ একটি সূতোয় গাঁথা থাকে । কিন্তু কর্মফলের বন্ধনে বাঁধা থাকায় , প্রত্যেকটি প্রাণ একে অপরের সংস্পর্শ থেকে আলাদা থাকে । কর্মফলের বন্ধন থেকে মুক্ত মানুষ অর্থাৎ আত্মজ্ঞানী মানুষ জানেন , যে তিনি অপরের থেকে আলাদা নন । প্রকৃতপক্ষে প্রত্যেক মানুষের আত্মা একটিই , সেটি হল পরমাত্মা । উপযুক্ত জ্ঞানের অভাবে মানুষ নিজেকে অপরের থেকে আলাদা ভাবে ।

যদি কোন মানুষ , অপর কোন ব্যাক্তিকে ভালোবাসেন ; জানবেন যে তিনি ঈশ্বরকে ভালোবাসছেন । কারণ সেই ব্যক্তির মধ্যে ঈশ্বরের অংশ - রূপ আত্মা রয়েছেন । আবার যে ব্যাক্তি অপর ব্যাক্তিকে ভালোবাসছেন , তার মধ্যেও ঈশ্বরের অংশ - রূপ আত্মা রয়েছেন । হিসেব মতো অপরকে ভালোবাসা মানে নিজেকেই ভালোবাসা । কারণ সেই ভালোবাসা যা আপনি অন্যকে দিচ্ছেন তা সুদ সমেত আপনার কাছেই ফিরবে । সেই জন্যই তো স্বামী বিবেকানন্দ  বলেছেন ' '  জীবে প্রেম করে যেই জন , সেই জন সেবিছে ঈশ্বর ' ' ।

সৎ পাত্রে দান - Spiritual Ajit
আবার উপরোক্ত ঘটনার অনুরূপভাবে বলা যায় , অপরকে  ঘৃণা করা মানে নিজেকেই ঘৃণা করা । কারণ সেটা সুদ সমেত আপনার কাছেই ফেরত আসবে । অপরকে গালি দেওয়া মানে নিজেকেই গালি দেওয়া । অপরের সেবা করা মানে নিজেরই সেবা করা । অপরকে অপমান করা মানে নিজেকেই অপমান করা । অপরকে সম্মান করা মানে নিজেকেই সম্মান করা । অপরকে দান করা মানে নিজেকেই দান করা । যা আপনি অন্যকে দিচ্ছেন , মনে রাখবেন সেটা আপনি নিজেকেই দিচ্ছেন বা নিজের কর্মফল - রূপ ব্যাংকে জমা রাখছেন । একদিন আপনি সেটা সুদ সমেত অবশ্যই ফেরত পাবেন ।

কিন্তু একটা কথা মনে রাখবেন যে , অসৎ পাত্রে দান করলে সেই দান আপনি সহজে ফেরত পাবেন না । একদিন পাবেন অবশ্যই , কিন্তু সেই জন্য  আপনাকে লড়াই করতে হবে । সে লড়াই এ  আপনার ও আপনার অনুগামী গনের  ক্ষতি হতে পারে ।

আপনি ভাবতে পারেন আপনার নিজের কর্মফল পেতে নিজের কেন ক্ষতি হবে । একবার ভেবে দেখুন , আপনি যদি কোন সৎ ব্যাক্তিকে টাকা বা সম্পত্তি ধার হিসেবে দেন । তাহলে কিন্তু সময়মত সেটা ফেরত পেয়ে যাবেন । আবার কোন অসৎ ব্যাক্তিকে আপনি যদি কিছু ধার দেন , তাহলে সে আপনাকে ফেরত নাও দিতে পারে । সে বলতে পারে , আপনি তাকে টাকা ধারই দেন নি । কারণ সে তো অসৎ ব্যাক্তি , সে মিথ্যে কথা অনায়াসেই বলতে পারে । তখন আপনাকে আপনারই কর্মাফল পেতে হলে লড়াইয়ে যেতে হবে ।

এই ভাবেই কিন্তু মহাভারত ঘটে । যুধিষ্ঠির পাশা খেলার জন্য অসৎ - কপট ব্যাক্তিকে বেছেছিলেন ।

সেই জন্য সৎ পাত্রে দান করুন

সৎ পাত্রে দান - Spiritual Ajit

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মহাভারতের বিরাট পর্ব্বে পঞ্চ-পাণ্ডবের ও দ্রৌপদীর অজ্ঞাত বাসের সময় তাঁদের নাম কি ছিল ? - #অজিত মাহাত

ব্রহ্মা , বিষ্ণু, মহাদেব - এনাদের মধ্যে কে সবথেকে বড় ? জেনে নিন ... - #অজিত মাহাত

শ্রী কৃষ্ণের মৃত্যুর কারণ কি শুধুই গান্ধারীর অভিশাপ না কি তাঁর কর্মফল ! - #অজিত মাহাত