গুরু কাকে বলে ? শিষ্য কাকে বলে ? - #অজিত মাহাত

গুরু ও শিষ্য কাকে বলে ? - Spiritual Ajit
'গু' শব্দে অন্ধকার এবং 'রু' শব্দে আলোক । যিনি অজ্ঞান রূপ অন্ধকার নাশ করে জ্ঞানালোক প্রকাশ করে থাকেন , তিনিই গুরু ।

কাম , ক্রোধ , লোভ , মদ , মোহ ও মাৎসর্য্য - এই ছয় রিপুকে যিনি জয় করিয়াছেন , যিনি আধ্যাত্মিকতার বিমল পথ অবগত করিয়াছেন , যিনি নিষ্কপট ভাবে ইন্দ্রিয় দমন করতে পারেন , যিনি সত্যবাদী , সর্বদা ধর্মের পথে চলেন , যিনি স্থির , মন পবিত্র , যিনি আত্মদর্শন করিয়াছেন , এইরূপ জ্ঞানী , সত্যের প্রতি উৎস্বর্গী ব্যাক্তি গুরু হইবার যোগ্য ।

আমাদের জন্ম দানকারী পিতা - মাতা হলেন পরম গুরু ।

বাল্যকাল থেকে যিনি আমাদের সামাজিক শিক্ষায় শিক্ষিত করেন , তিনি হলেন শিক্ষা গুরু ।

সর্বোপরি পরমাত্মাই হল আমাদের আদি গুরু । পরমাত্মার প্রতি ভক্তি , শ্রদ্ধা , বিশ্বাস ও সমর্পণ থাকিলে , তিনি আমাদের মোক্ষ লাভ করাইয়া তাঁর সহিত যুক্ত করে নেন ।

যিনি নিষ্কপট ভাবে গুরুকে ভক্তি করেন , গুরু ও ভগবানে ভেদ জ্ঞান করেন না , যিনি নিজের জ্ঞান বুদ্ধি কোন কার্যে প্রয়োগ করেন না , যিনি শূন্য মস্তিষ্কে গুরুর নিকট ভক্তি , শ্রদ্ধা ও বিশ্বাস এর সহিত জ্ঞান লাভ করেন এবং গুরুর আজ্ঞা পালন করেন তাঁহাকে শিষ্য বলে ।

গুরু ও শিষ্য কাকে বলে ? - Spiritual Ajit


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মহাভারতের বিরাট পর্ব্বে পঞ্চ-পাণ্ডবের ও দ্রৌপদীর অজ্ঞাত বাসের সময় তাঁদের নাম কি ছিল ? - #অজিত মাহাত

ব্রহ্মা , বিষ্ণু, মহাদেব - এনাদের মধ্যে কে সবথেকে বড় ? জেনে নিন ... - #অজিত মাহাত

শ্রী কৃষ্ণের মৃত্যুর কারণ কি শুধুই গান্ধারীর অভিশাপ না কি তাঁর কর্মফল ! - #অজিত মাহাত