আত্মজ্ঞানী ব্যাক্তি নিজেকে কেন ঈশ্বর রূপে উপলব্ধি করেন ? - #অজিত মাহাত

 আত্মজ্ঞানীই ঈশ্বর - Spiritual Ajit
যাদের আত্মজ্ঞান হয় নাই , তাঁরা নিজেকে সামান্য ক্ষুদ্র জীব মনে করে । কিন্তু যাদের আত্মজ্ঞান হয়েছে , তাঁরা নিজেকে সামান্য ভাবে না । তাঁরা নিজেকেই ঈশ্বর রূপে উপলব্ধি করে থাকেন । যদি বলেন কিভাবে , তাহলে একটু চিন্তা করে দেখুন । সমুদ্রকে পরমাত্মা ভেবে একবার কল্পনা করুন । সমুদ্রের জল বাষ্প হয়ে মেঘে পরিণত হয় , সেই মেঘ বর্ষা হয়ে পৃথিবীর উপর ঝরে পড়ে । সেই বৃষ্টির জলে পৃথিবীর সমস্ত জীব - কুল প্রাণী ও উদ্ভিদ জীবন ধারণ করে , এছাড়াও সেই জল নানা কার্য সম্পাদন করে সমুদ্রে ফিরে যায় । সেই জল কোন প্রকার বন্দি থাকে না তাই সহজেই সমুদ্রের সাথে মিশে যায় । যদি একটি বোতল ভর্তি জলকে সমুদ্রে ডুবিয়ে দিয়ে জিজ্ঞেস করা হয় তুমি কে ? ( যদিও সে জড় পদার্থ , কথা বলতে পারে না ; তবুও তার মার্গ - দর্শন করে উত্তরটা বুঝুন ) সেই বোতলভর্তি জল উত্তর দিবে আমি সামান্য একটু জল মাত্র । এবার সেই বোতলের ঢাকনা খুলে দিয়ে সমুদ্রে ডুবিয়ে দিয়ে যদি বোতলের জলকে জিজ্ঞেস করা হয় , তুমি কে ? তখন কিন্তু সেই জল আর নিজেকে সামান্য ভাববে না , সে বলবে আমিই সমুদ্র । কারণ সেই জল তখন সমুদ্রের সাথে যুক্ত । সে নিজেকে সমুদ্র রূপেই উপলব্ধি করবে ; যদিও সেই বোতলের জল সমুদ্রকে নিয়ন্ত্রণ করতে পারবে না ।

আত্মজ্ঞানীই ঈশ্বর - Spiritual Ajit
সেইরকম প্রত্যেক জীবের প্রাণ পরমাত্মারই অংশ । মানুষের আত্মা কর্মফলের বন্ধনে বদ্ধ হয়ে থাকে । মানুষের আত্মজ্ঞান  হলেই সে কর্মফলের বন্ধন থেকে মুক্তি পায় । তখন পরমাত্মা থেকে আত্মাকে আলাদা কারী ভ্রান্তি - জ্ঞানরূপ ঢাকনা খুলে যায় । তখন সেই কর্মফল থেকে মুক্ত আত্মা , নিজেকে সামান্য প্রাণ ভাবে না ; সে নিজেকেই পরমাত্মা রূপে উপলব্ধি বা অনুভব করে । সেই জন্য আত্মজ্ঞানী ব্যাক্তিরা নিজেকেই ঈশ্বর উপলব্ধি করে ।

আত্মজ্ঞানীই ঈশ্বর - Spiritual Ajit

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মহাভারতের বিরাট পর্ব্বে পঞ্চ-পাণ্ডবের ও দ্রৌপদীর অজ্ঞাত বাসের সময় তাঁদের নাম কি ছিল ? - #অজিত মাহাত

ব্রহ্মা , বিষ্ণু, মহাদেব - এনাদের মধ্যে কে সবথেকে বড় ? জেনে নিন ... - #অজিত মাহাত

শ্রী কৃষ্ণের মৃত্যুর কারণ কি শুধুই গান্ধারীর অভিশাপ না কি তাঁর কর্মফল ! - #অজিত মাহাত