স্বর্গ ও নরক প্রকৃতপক্ষে কি ? - #অজিত মাহাত

স্বর্গ ও নরক কি ? - Spiritual Ajit
স্বর্গ ও নরক বলতে মহাবিশ্বের কোন প্রান্তে কোন নির্দিষ্ট জায়গা বিশেষ নয় । স্বর্গ ও নরক হলো এই পৃথিবীতে দৃষ্ট সমাজেরই মানুষের অনুভব এর একটি অবস্থা । মানুষ এই জীবনে হোক বা পর - জীবনে হোক , এই সমাজেই স্বর্গ ও নরক অবস্থা ভোগ করিয়া থাকেন ।

নিজ অবস্থানে সন্তুষ্ট থাকায় হল স্বর্গাবস্থা ।

এবং নিজ অবস্থানে অসন্তুষ্ট থাকায় হল নরকাবস্থা ।

এই সমাজেই যে অবস্থায় মানুষ সুখ , শান্তি ও আনন্দ ভোগ করিয়া থাকেন , এবং সেই অবস্থায় যদি তিনি সন্তুষ্ট থাকেন ; জানবেন যে তিনি স্বর্গে আছেন ।

আবার যে অবস্থায় মানুষ দুঃখ , অশান্তি ও কষ্ট ভোগ করিয়া থাকেন এবং সেই অবস্থায় যদি তিনি অসন্তুষ্ট থাকেন ; জানবেন যে তিনি নরকে আছেন ।

যদি মানুষ দুঃখ , অশান্তি ও কষ্ট ভোগ করেও সন্তুষ্ট থাকেন এবং যদি সুখ , শান্তি ও আনন্দ ভোগ করেও অসন্তুষ্ট থাকেন তাহলে জানবেন সেই মানুষ মর্ত্যলোকে কর্ম সাধনার মধ্যে আছেন ।

মর্ত্যলোকে শুভাশুভ কর্মানুযায়ী স্বর্গ ও নরক লাভ হয় । এই পৃথবীতে কর্মানুসারে উচ্চ - নীচ যোনিতে কর্মফল ভোগের জন্য জন্ম হয়ে থাকে ।

স্বর্গ ও নরক কি ? - Spiritual Ajit


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মহাভারতের বিরাট পর্ব্বে পঞ্চ-পাণ্ডবের ও দ্রৌপদীর অজ্ঞাত বাসের সময় তাঁদের নাম কি ছিল ? - #অজিত মাহাত

ব্রহ্মা , বিষ্ণু, মহাদেব - এনাদের মধ্যে কে সবথেকে বড় ? জেনে নিন ... - #অজিত মাহাত

শ্রী কৃষ্ণের মৃত্যুর কারণ কি শুধুই গান্ধারীর অভিশাপ না কি তাঁর কর্মফল ! - #অজিত মাহাত