যোগ কাকে বলে ? What is Yoga ? - #অজিত মাহাত

যোগ কাকে বলে ? - Spiritual Ajit
যোগ কথার আক্ষরিক অর্থ হল কোনো কিছুর সাথে যুক্ত হওয়া । আধ্যাত্মিক মতে আত্মার সাথে পরমাত্মার যুক্ত হওয়ার পদ্ধতির নাম হল যোগ । মানুষ সাধারণত স্মৃতির উপর নির্ভর করে বেঁচে থাকে । স্মৃতি হল অতীতের জ্ঞান ও অনুভব । অতীতের সিদ্ধান্ত নেওয়া কোন কিছু বিষয় বর্তমানে প্রয়োগ করতে চায় । যেমন কেও যদি অনেক দিন আগে কাওকে অপছন্দ করেছে , বর্তমানেও সে তাকে অপছন্দ করবে । সে অতীতের স্মৃতি নিয়ে বর্তমানে বেঁচে আছে । বর্তমানেও তার এটাই সিদ্ধান্ত , সে তাকে অপছন্দ করে । কিন্তু এই সিদ্ধান্ত ভূল । অতীতের কোন খারাপ কাজের জন্য সে তাকে অপছন্দ করেছিল , কিন্তু বর্তমানে সে খারাপ কাজ নাও করতে পারে । কাল তাকে অপছন্দ ছিল ; আজও তাকে অপছন্দ করা যুক্তি সঙ্গত নয় । অতীতের স্মৃতি নিয়ে জীবন বাঁচলে , বর্তমানে আপনার জন্য যে সুখ , শান্তি , সমৃদ্ধি ও আনন্দ বরাদ্দ ছিল ; সেটা পাশ কাটিয়ে চলে যাবে । অতীতেও জীবন থাকে না , ভবিষ্যৎ এখনও আসেনি ; তাই বর্তমানে বাঁচা উচিত । বর্তমানের সাথে নিজেকে যুক্ত করাই যোগ । অতীতের স্মৃতি ভুলে যাওয়ার কোন প্রয়োজন নেই ; তাকে একধারে সরিয়ে রেখে বর্তমান উপভোগ করুন । বর্তমানে নিজের অস্তিত্বকে খুঁজে বের করার চেষ্টা করুন , নিজেকে জানুন , নিজেকে চিনুন ও নিজের আসল সত্ত্বাকে ঈশ্বরের সাথে যুক্ত করুন । নিজের ভ্রান্তি জ্ঞান মুছে ফেলুন , তবেই আপনি যোগ বুঝবেন ও নিজেকে সত্যি সত্যিই ঈশ্বরের সাথে যুক্ত করতে পারবেন ।
যোগ কাকে বলে ? - Spiritual Ajit 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মহাভারতের বিরাট পর্ব্বে পঞ্চ-পাণ্ডবের ও দ্রৌপদীর অজ্ঞাত বাসের সময় তাঁদের নাম কি ছিল ? - #অজিত মাহাত

ব্রহ্মা , বিষ্ণু, মহাদেব - এনাদের মধ্যে কে সবথেকে বড় ? জেনে নিন ... - #অজিত মাহাত

শ্রী কৃষ্ণের মৃত্যুর কারণ কি শুধুই গান্ধারীর অভিশাপ না কি তাঁর কর্মফল ! - #অজিত মাহাত