আপনি কারো কোনো উপকার করে থাকলে , সেটা ভুলে যাওয়ায় আপনার কর্তব্য । - #অজিত মাহাত
অহংকারী দুর্যোধন - Spiritual Ajit |
আপনার দ্বারা কোনো মানুষের যদি কিছু উপকার বা সেবা হয়ে যায় তাহলে এই অহংকার যেন করবেন না যে আপনি তাঁর উপকার করেছেন । এইটি নিশ্চিত জানবেন যে আপনার দ্বারা তাঁর যে উপকার হয়েছে সেটা তাঁর কোনো শুভকর্মের ফল । আপনি তো তাঁর জন্য কেবল নিমিত্ত হয়েছেন । ঈশ্বরকে ধন্যবাদ দিন যে তিনি কাউকে সুখ প্রদানের জন্য আপনাকে নিমিত্ত করেছেন আর আপনার উপকার যে স্বীকার করেছেন সেই মানুষটি আপনার উপকার করেছেন বলে মনে করবেন । তিনি যদি আপনার উপকার মান্য করে অথবা কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে মনে মনে সংকুচিত হন এবং ভগবানকে বলুন , হে ভগবান ! আপনার কাজে আমার মিথ্যা প্রশংসা কেন হচ্ছে ? আর তাঁকে নম্রতার সঙ্গে বলুন , ভাই ! আপনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হন । তিনি আপনার জন্য এই বিধান সৃষ্টি করেছেন , আপনি বার বার সৎ কাজ করতে থাকুন যাতে বার বার আপনি সুখ লাভ করতে পারেন । আমি তো কেবল নিমিত্ত , আমার প্রশংসা করে আমাকে অহংকারী করে দিবেন না ।
আমি আপনার উপকার করেছি এই রকম কৃতজ্ঞতা তাঁর উপর চাপিয়ে দিবেন না । তা করলে তাঁর উপর ভারী বোঝা পড়বে । তিনি দুঃখিত হবেন , পরবর্তী সময়ে আপনার উপকার গ্রহনে তাঁর সঙ্কোচ হবে । তিনি কৃতজ্ঞতা স্বীকার না করলে আপনার দুঃখ হবে । আপনি তাঁকে কৃতঘ্ন মনে করবেন , পরিণামে আপনাদের দুজনের মধ্যে দ্বেষ সৃষ্টি হয়ে যাবে । আপনি যে কারো উপকার করেছেন , সেটা ভুলে যাওয়ায় আপনার কর্তব্য ।
পরম মিত্র , দানবীর কর্ণ - Spiritual Ajit |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন