জ্ঞান ও বিজ্ঞান কাকে বলে ? What is Knowledge and Science ? - #অজিত মাহাত
What is Knowledge and Science - Spiritual Ajit যার দ্বারা মানুষ নিজেকে জানতে ও বুঝতে পারেন বা মানুষ তাঁর আদি সত্ত্বাকে আমি বলিয়া জানিয়া ও বুঝিয়া থাকেন , ঐ রূপ ' আত্মজ্ঞান ' - কেই ' জ্ঞান ' বলে । জ্ঞানকে কাজে পরিণত করার শক্তিই হলো ' বিজ্ঞান ' । আমরা যদি দেহকে রথের সাথে তুলনা করি , তাহলে আত্মা হল সেই রথের আরোহী , সারথী হল বুদ্ধি , পাঁচটি ইন্দ্রিয় তথা - চোখ , কান , জিভ , নাক , ও ত্বক হল সেই রথের ঘোড়া । সারথীর হাতে যে লাগামটি ঘোড়ার সাথে বাঁধা থাকে , সেই লাগামটি হল আমাদের মন । তাহলে এখানে বিজ্ঞান কোনটা ? যার দ্বারা এই দেহরথ দ্রুত গতিতে গড়িয়ে চলে অর্থাৎ সেই রথের চাকাই হল ' বিজ্ঞান ' । মানব জীবনে বিজ্ঞানের ভূমিকা অপরিসীম । বিজ্ঞান মানব জীবনের কর্ম প্রক্রিয়াকে অনেক সহজ - সরল ও দ্রুত করে দেয় । জীব মায়ার বশে বিষয় - বাসনায় জড়িত হয়ে সংসার মোহে মোহিত ও আত্মহারা হয়ে নিজেকে না জেনে ' আমার আমার ' করে পাগল হয় , এইরূপ অবস্থাই হলো ' অজ্ঞান ' । আবার সাধক যখন সমাধি অবস্থায় এসে নিজেকেও ভুলিয়া বিশ্বচিন্তায় বিরজিত হয়ে ' ব্রহ...